শ্রীভূমির রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয় বিজ্ঞান বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত

বরাক তরঙ্গ, ১৩ জুন : “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেটি বাঁচাও বেটি পড়াও ” কে এগিয়ে নিতে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ খুলতে মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পাওয়ার পর উৎসাহ দেখা দিয়েছে কলেজ কর্তৃপক্ষের মধ্যে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বন্যার ত্রাণ শিবির দেখতে এসে শ্রীভূমির উচ্চ শিক্ষার হালহোকিকতের খবর নিলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শহরের দুটি ত্রাণ শিবির পরিদর্শন করেন।

শ্রীভূমি রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের ত্রাণ শিবির পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী কলেজের অধ্যক্ষর কক্ষে যান সেখানে অধ্যক্ষ ড. সব্যসাচী রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এই সময় মুখ্যমন্ত্রী অধ্যক্ষের নিকট জানতে চাইলেন এই কলেজে কি কি বিভাগ আছে বিস্তারিত শুনার পর মুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞান বিভাগ নেই কেন উত্তরে অধ্যক্ষ সব্যসাচী রায় বলেন বিজ্ঞান বিভাগ খুলতে হলে অতিরিক্ত ভূমির প্রয়োজন কিন্তু কলের কাছে এই ভূমি নেই তবে জেলা প্রশাসনের নিকট প্রয়োজনিয় ভূমির আবেদন করেন। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ খুলতে সব ধরনের সহযোগিতা করার সহমত প্রকাশ করেন।
অধ্যক্ষ সব্যসাচী রায় আশাবাদী যেহেতু মুখ্যমন্ত্রী নিজে থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে মত প্রকাশ করেছেন সুতরাং শ্রীভূমির ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে আগামীতে অন্যান্য বিভাগের সঙ্গে বিজ্ঞান বিভাগ খুলা হবে। যদি বিজ্ঞান বিভাগ খুলা যায় তাহলে জেলার ছাত্রীরা উপকৃত হবেন। তিনি বলেন যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে মত প্রকাশ করেন সুতরাং শ্রীভূমির ছাত্রীদের জন্য এটা একটি সবুজ সঙ্কেত।

শ্রীভূমির রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয় বিজ্ঞান বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত

মুখ্যমন্ত্রীর সঙ্গে তখন উপস্থিত ছিলেন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পুরপতি রবীন্দ্র দেব, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ।

Author

Spread the News