বিজ্ঞানী জুবিলী পুরকায়স্থকে সংবর্ধনা সহচরীর কর্তৃপক্ষের

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভের  সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারত-বাংলা সীমান্ত জেলার নাম উজ্জলকারী মহিশাসন গ্রামের মেয়ে তথা অসম সহ বরাকের কৃতী সন্তান তথা বিজ্ঞানী ড০ জুবিলী পুরকায়স্থকে সংবর্ধনা প্রদান করল করিমগঞ্জ সহচরীর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে করিমগঞ্জের সহচরীর কার্যালয়ে চেয়ারম্যান সুব্রত দেবের পৌরহিত্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও বিভাগের জয়েন্ট ডিরেক্টর ড০ জুবিলী পুরকায়স্থকে উত্তরী ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন সহচরীর সদস্যরা। অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সহচরীর চেয়ারম্যান সুব্রত দেব ও সংবর্ধনা প্রাপক বিজ্ঞানী ড০ জুবিলী পুরকায়স্থ সহ করিমগঞ্জ কলেজের প্রফেসার সমীরন দেবনাথ। এছাড়া  সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সহচরীর সম্পাদক দেবরাজ দাস, বোর্ড অব ডিরেক্টর অলক রায়, অনামিকা নাথ ও বিজ্ঞানী জুবলী পুরকায়স্থের মা বিনয়কুমারী পুরকায়স্থ প্রমুখ সহ অন্যান্যরা।

বিজ্ঞানী জুবিলী পুরকায়স্থকে সংবর্ধনা সহচরীর কর্তৃপক্ষের
বিজ্ঞানী জুবলী পুরকায়স্থের মা বিনয়কুমারী পুরকায়স্থকে সংবর্ধনা জানানো হচ্ছে।

উল্লেখ্য, বিগত করোনা অতিমারির সময় কালে কোভিড ভ্যাকসিন ২-ডিজি তৈরি করা ভারতীয় বিজ্ঞানী দলের অন্যতম সদস্য ছিলেন করিমগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকা মহিষাসন গ্রামের মেয়ে ড০ জুবিলী পুরকায়স্থ। জুবিলি পুরকায়স্থ  করিমগঞ্জ কলেজ থেকেই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে বিএসসি ডিগ্রি পাশ করেন। বায়ো সায়েন্সে অনার্স জুবিলি পর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পড়াশোনা চুকিয়ে জুবিলি প্রথমে তেজপুরে চাকরি করেন। কিন্তু সেখান থেকে আরও ভালো সুযোগ পেয়ে চলে যান বাইরে। এখন ডিআরডিও-র শাখা সংগঠন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস-এর বিজ্ঞানী।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News