অবসরপ্রাপ্ত বাস্তুকার সুজিতকুমার নাথের মৃত্যুতে শোক প্রকাশ

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : করিমগঞ্জ বাজারঘাট পঞ্চায়েতের অধীন পলডহর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বাস্তুকার তথা বিশিষ্ট সমাজসেবী সুজিতকুমার নাথের মৃত্যুতে শোক প্রকাশ বিভিন্ন মহলের।বিভিন্ন মহল থেকে প্রয়াতের আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচরের এক বেসরকারি হাসপাতাল শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। রেখে গেছেন স্ত্রী সাধনা নাথ, দুই বাস্তুকার পুত্র যথাক্রমে সত্যজিৎ নাথ ও শুভ্রজিৎ নাথ, একমাত্র কন্যা শিলচর গুরুচরণ কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ সর্বশ্রী নাথ, জামাতা শিলচর রাধামাধব কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ জীবন দাশ সহ পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য গুনমুগ্ধ। 

উল্লেখ্য, প্রয়াত সুজিত কুমার নাথ ১৯৮২ সালে পাঁচগ্রাম পেপার মিলে বাস্তুকার হিসাবে কাজে যোগদান করে পরবর্তীতে ২০০৯ সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে বাজারঘাট পঞ্চায়েতে বিজেপির প্রথম সারির কার্য্যকর্তা হিসাবে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তাছাড়াও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বাজারঘাট আঞ্চলিক কমিটির সভাপতি হিসাবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করে গেছেন তিনি । 

Author

Spread the News