সোনাই এমসিডি কলেজে দু’দিনব্যাপী পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সহায়তায় আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উদ্যোগে এবং কাছাড় জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সোনাই এমসিডি কলেজে সম্প্রতি দু’দিনব্যাপী এক পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, জৈবসার তৈরি এবং বৃষ্টির জল সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বিশেষ জোর দেওয়া হয়। মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধন করেন কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর।
ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে জৈবসার, বর্জ্য ব্যবস্থাপনা ও জল সংরক্ষণে বিশেষ গুরুত্ব
কর্মশালায় কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৫টি স্কুলের মোট ৭০ জন শিক্ষক-শিক্ষিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষকরা তাঁদের মূল্যবান বক্তব্যে পরিবেশ রক্ষায় জৈবসার ব্যবহারের অপরিহার্যতা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি এবং জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, তাঁরা এই বিষয়গুলির ব্যবহারিক ও কারিগরি দিকগুলি বিশদে ব্যাখ্যা করেন। পরিবেশবান্ধব জীবনচর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রশিক্ষক পিংকি সিনহা ও রুহুল আলম বড়ভূইয়া প্রশিক্ষণার্থীদের সামনে রাসায়নিক সারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জৈবসার ব্যবহারের বিভিন্ন সুবিধা এবং তা তৈরির সহজ কৌশল সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও, বিদ্যালয় স্তরে কীভাবে জৈবসার তৈরির প্রক্রিয়া কার্যকরভাবে শুরু করা যেতে পারে, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার দ্বিতীয় তথা শেষ দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই শিক্ষা খণ্ডের আধিকারিক নন্দিনী মুখার্জি, সোনাই এম সি ডি কলেজের সুযোগ্য অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর এবং সহকারী অধ্যাপক ডঃ আব্দুল মতিন লস্কর। এছাড়াও সোনাই শিক্ষাখণ্ডের বিআরপি এসএম ফিরোজ লস্কর, সাবিনা সুলতানা মজুমদার, সিআরসিসি আজমল হোসেন মজুমদার, বিশ্বজিৎ দেবরায় (মাস্টার ট্রেনার, পিএনআরডি), ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আলতাফ হোসেন বড়ভূইয়া এবং সাহান উদ্দিন লস্কর প্রমুখ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে সোনাই শিক্ষাখণ্ড উন্নয়ন আধিকারিকা নন্দিনী মুখার্জি এক সংক্ষিপ্ত বক্তব্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি সমাজ গঠনে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। প্রশিক্ষিত শিক্ষকরা তাঁদের অর্জিত জ্ঞান ও কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবেন।”

কর্মশালাটি শিক্ষকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, জৈবসার উৎপাদন এবং জল সংরক্ষণের বাস্তবসম্মত উপায়গুলি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সমাপ্তি অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেন।
