বসন্ত উৎসব উদযাপন বড়খলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাচে গানে জমজমাট বসন্ত উৎসব উদযাপন করা হল সরকারি আদর্শ মহাবিদ্যালয় বড়খলায়। বৃহস্পতিবার কলেজের শিক্ষক ও ছাত্ররা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলা বিভাগ। মহাবিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষের সমন্বয়ক ড. মফিদুর রহমান ও শিক্ষায়তনিক সমন্বয়ক ডক্টর বাহারুল আলম লস্কর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মধুমিতা ঘোষ। তিনি আজকের দিনে বসন্তবরণ উৎসব পালনের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনে যে উৎসবের সূচনা হয়েছিল তার ধারাবাহিকতা বজায় রেখে আজও আমরা কিভাবে বসন্ত উৎসব উদযাপন করে চলেছি। বসন্ত উৎসব উদযাপনকে সফল করে তোলার জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সাহাবুদ্দিন আহমেদ।

ছাত্রছাত্রীদের পরিবেশনায় ছিল মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উদ্বোধনী সংগীত ‘ওরে গৃহবাসী’ পরিবেশন করে মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বসন্তের নানা রঙের গানে একক নৃত্য পরিবেশন করে স্নেহা চন্দ, পূর্বা নাথ, দীপাঞ্জলি ভট্টাচার্য, রাখি দাস, সুইটি চন্দ প্রমুখ। একক সংগীত পরিবেশন করে অন্বেষা দে, সুইটি চন্দ, মৌমিতা দেব প্রমুখ। এছাড়া সমবেত সংগীত পরিবেশন করে চতুর্থ ষান্মাসিক ও ষষ্ঠ ষান্মাসিকের ছাত্র-ছাত্রীরা। কবিতা আবৃত্তি করে চতুর্থ ষান্মাসিকের ছাত্রী শামীমা।

বসন্ত উৎসব উদযাপন বড়খলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে

এদিনের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে গান গেয়ে শোনান সুরশিখা দেবনাথ, দীক্ষা দে, মৌসোনা নাথ, মধুমিতা ঘোষ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন অধ্যাপিকা রূপশ্রী পাল। যন্ত্রে সহযোগিতায় ছিলেন অধ্যাপক জয়দীপ গোস্বামী ও চতুর্থ ষান্মাসিকের ছাত্র শ্যামল রায়। মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানটি ড. মধুমিতা ঘোষের সঞ্চালনায় এক ভিন্নমাত্রা লাভ  করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মচারীরা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ড. মৌসোনা নাথ। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয় সম্মিলিতভাবে ‘রাঙিয়ে দিয়ে যাও’ গানের মধ্য দিয়ে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘বসন্ত উৎসব ১৪৩১’ সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য বাংলা বিভাগের পক্ষ থেকে বিশেষ করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

Author

Spread the News