বিশ্ব ফটোগ্রাফি দিবসে প্রতিযোগিতা কাম প্রদর্শনী গুরুচরণ কলেজ

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করল জিসি কলেজ ক্যাম্পাসে গণজ্ঞাপন বিভাগ। শনিবার কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব, উপাধ্যক্ষ গোপা সিংহ, আইকিউএসি সমন্বয়ক ড. অপ্রতিম নাগ এবং গণ জ্ঞাপন বিভাগের সমন্বয়ক ড. প্রান্তপ্রিয় ধর প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন তাঁরা।

অধ্যক্ষ ড. বিভাশ দেব বক্তব্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশংসা করেন। তিনি মনে করেন এই ধরণের অনুষ্ঠান অবশ্যই উপত্যকার নতুন ফটোগ্রাফার এবং সাংবাদিকদের উৎসাহিত করবে।

গণজ্ঞাপন বিভাগের সমন্বয়ক ড. প্রান্তপ্রিয় ধর বলেন, প্রতিযোগিতার লক্ষ্য শিক্ষার্থীদের তাদের সৃজনশীলতা অন্বেষণ করতে এবং ফটোগ্রাফির মাধ্যমে তাদের অনন্য দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে উৎসাহিত করা। এধরনের অনুষ্ঠান কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বলেও জানান।

এ দিনের প্রদর্শনীতে ৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীর বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক ড. নির্মলকান্তি রায় ও বিশ্বজিৎ শীল। প্রদর্শনীর সেরা তিন ফটোগ্রাফার হলেন নবদীতা পাল, গাইখো রংমাই ও বহ্নিশিখা চক্রবর্তী। এ ছাড়া বিশেষ পুরস্কার দেওয়া হয় মাহি পাল ও উজ্জ্বল লোহারকে।

Author

Spread the News