ইচাবিলে বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা ও কারুশিল্প প্রদর্শনী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল জিপির হরিমন্দিরস্থিত কমিউনিটি হলে রবিবার শিল্পচর্চার এক বর্ণাঢ্য ও সৃজনশীল পরিবেশের সৃষ্টি হয়। বাজারিছড়া চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের উদ্যোগে এবং কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফ্ট-এর সহযোগিতায় এদিন আয়োজন করা হয় শিল্প ও কারুশিল্প প্রদর্শনী এবং জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতা।

সারাদিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয় অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় কারুশিল্প প্রদর্শনী, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল দক্ষতা ও নান্দনিক বোধের পরিচয় দিয়ে নানা ধরনের মনোমুগ্ধকর কারুশিল্প উপস্থাপন করে। রঙ, রেখা ও কল্পনার সমন্বয়ে তৈরি এই শিল্পকর্ম দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।এই অঙ্কন প্রতিযোগিতায় মোট ৯৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের বয়স অনুযায়ী প্রতিযোগিতাটি ৫টি পৃথক বিভাগে অনুষ্ঠিত হয়, যাতে সব বয়সের ছাত্রছাত্রীরা সমানভাবে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে অংশগ্রহণের শংসাপত্র তুলে দেওয়া হয় এবং স্বল্পাহারের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এদিন চিত্র উজ্জ্বল আর্ট স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দেবনাথ তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি শিল্প ও কারুশিল্পের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই যদি ছাত্রছাত্রীরা শিল্প ও কারুশিল্পের অনুশীলন করে, তাহলে ভবিষ্যতে নিজেদের কর্মজীবন গড়ে তুলতে তাদের কোনও অসুবিধা হয় না। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করতে বিশেষ সহযোগিতায় ছিলেন শিবা পাল, বর্ণা দেব, কপিল পাল, জ্যোতিষ্মান দাস, সুজন দাস, রিয়া দেব, রুলি পাল, অনামিকা দাস, পায়েল পাল, বিজয়া সিনহা, প্রশান্ত দাস প্রমুখ। এই শিল্পানুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের উপস্থিতি ও উৎসাহে পুরো অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *