রেল-কার ও ই-রিকশার সংঘর্ষ, নিলম্বন গেটম্যান
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : আয়নাখালের উন্মুক্ত রেলক্রসিঙে রেল-কারের সঙ্গে এক ই-রিকশার সংঘর্ষে চালকের ঘটনাস্থলে মৃত্যুর ঘটনায় গেটম্যানকে চাকরি থেকে নিলম্বন করা হল। শনিবারই তাকে নিলম্বন করা হয়েছে। শুক্রবার আয়নাখালে রেলক্রসিঙের দুর্ঘটনা এবং লালা বাইপাসে প্রাসঙ্গিক আলোচনায় উত্থাপিত অভিযোগ ও দাবি সংক্রান্ত বিষয়ে শনিবার বদরপুরের রেলওয়ে অ্যারিয়া ম্যানেজার অক্ষনাশ বার্মা , জিআরপিএফ বদরপুর থানার ওসি বিনোদ কলিতার হাতে এক স্মারকপত্র পেশ করেন। পাশাপাশি এক মামলা দায়ের করা হয়। ইউডিএফের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন বড়ভূইয়া স্মারকপত্র পেশ ও মামলা দায়ের করার পর অ্যারিয়া ম্যানেজার ও জিআরপিএফ থানার ওসি খুব শীঘ্র তাদের দাবি পূরণ করার আশ্বাস দেন।
স্মারকপত্র প্রদান ও এজাহার দায়ের করার সময় উপস্থিত ছিলেন প্রয়াত বিলাল উদ্দিনের বাবা আনোয়ার হোসেন মজুমদার, আবুল হোসেন, পঞ্চায়েত ইসলাম উদ্দিন লস্কর, সুজাম উদ্দিন মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টা নাগাদ আয়নাখাল রেল ক্রসিঙে গেটের দায়িত্বে থাকা কর্মচারীর কর্তব্য গাফিলতির জন্য ভয়াবহ সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয় লালা ধনীপুর গ্রামের বছর পঁয়ত্রিশের যুবক বিলাল উদ্দিন মজুমদার। এবং ই-রিকশা ধুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত দুই যাত্রীও।