মিজোরামে রেল সেতু ভেঙে পড়া নিম্নমানের কাজের প্রমাণ : রূপায়ণ সংগ্রাম কমিটি

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : মমিজোরামের রেল লাইন সম্প্রসারণের কাজে কর্মরত ১৯ জন শ্রমিক নির্মীয়মাণ একটি রেলসেতু ভেঙ্গে মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শিলচর লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটি। সংগঠনের অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায় এক প্রেস বার্তায় বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রেল যোগাযোগ স্থাপনের কাজ অতি নিম্নমানের হচ্ছে তা এই ঘটনায় প্রমাণিত। বিশেষকরে শ্রমিকদের জীবনের নিরাপত্তার প্রশ্নটিও ঠিকাদার সংস্থাগুলো উপেক্ষা করে চলেছে। ফলে এধরনের মর্মান্তিক ঘটনা সংঘটিত হল। ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এধরনের কাজে যাতে শ্রমিকদের জীবনহানী না ঘটে সে’ব্যপারে উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণের জোরালো দাবি উত্থাপন করা হয়। কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন রেলওয়ে বিভাগের পক্ষ থেকে উপযুক্ত তদন্তকারী সংস্থাকে দিয়ে উক্ত ঘটনায় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান, মৃত শ্রমিকদের পরিজনদোষীদের ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

পাশাপাশি ভবিষ্যতে এধরনের কাজে যাতে শ্রমিকদের জীবনহানী না ঘটে সে’ব্যপারে উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণের জোরালো দাবি উত্থাপন করা হয়। কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন রেলওয়ে বিভাগের পক্ষ থেকে উপযুক্ত তদন্তকারী সংস্থাকে দিয়ে উক্ত ঘটনায় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান, মৃত শ্রমিকদের পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

Author

Spread the News