কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন সিকদার নির্বাচিত, বিজেপির পক্ষে অতিরিক্ত সমর্থন
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : কাছাড় জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হল। বুধবার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও উপ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কঙ্কন নারায়ণ সিকদার সভাপতি এবং দেবজ্যোতি বাউরি উপ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে যে, বিজেপি এই পরিষদে ১৬টি আসনে জয়লাভ করলেও বোর্ড গঠনের সময় তাদের প্রার্থীরা ১৭টি ভোট পেয়েছেন। এতে বোঝা যাচ্ছে, বিরোধী শিবির থেকে কেউ বা কারা গোপনে বিজেপিকে সমর্থন করেছেন। ফলে বোর্ড গঠনে বিজেপি একচেটিয়া বিজয় অর্জন করেছে।
মোট ২৫ জন নির্বাচিত সদস্য এই নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে বিজেপির কঙ্কন নারায়ণ সিকদার পেয়েছেন ১৭টি ভোট, অপর প্রার্থী কংগ্রেসের ত্রয়োবাচি দাস পেয়েছেন ৮টি ভোট। একইভাবে উপ-সভাপতি পদে বিজেপির দেবজ্যোতি বাউরি ১৭টি ভোটে জয়ী হন, কংগ্রেসের নুর ইসলাম বড়ভূইয়া পান ৮টি ভোট।
জেলার রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে, বিজেপির অতিরিক্ত একটি ভোট তারা কীভাবে পেল—এটি কি কংগ্রেস বা অন্য কোনো দলের অভ্যন্তরীণ বিদ্রোহ, না কি নির্দল সদস্যের সমর্থন? যদিও এ বিষয়ে এখনও কোনও নেতা প্রকাশ্যে মুখ খোলেননি।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
নবনির্বাচিত সভাপতি কঙ্কন সিকদার বলেন, “বিজেপির এই জয় জনগণের আশীর্বাদ এবং আমাদের দলের ঐক্যবদ্ধ পরিশ্রমের ফল। উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
উপ-সভাপতি দেবজ্যোতি বাউরি জানান, “এই দায়িত্বকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি। জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”