বেতুকান্দিতে বস্ত্র বিতরণ হৃদয় এর

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : আজ মহাপঞ্চমী তিথিতে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় শিলচর বেতুকান্দি চতুর্থ খণ্ডে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় সর্বাণী চন্দ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংস্থার তরফে উপস্থিত ছিলেন উপ সভাপতি উৎপল দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংসবণিক, সহ-সম্পাদক সন্তোষ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল ও কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য। উল্লেখ্য, চলতি সপ্তাহে হাইলাকান্দি শহরেও হৃদয়ের আয়োজনে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছিল।

বেতুকান্দিতে বস্ত্র বিতরণ হৃদয় এর
বেতুকান্দিতে বস্ত্র বিতরণ হৃদয় এর

Author

Spread the News