জলবায়ু পরিবর্তন গবেষক নোবেল জয়ী প্রফেসর আর্থার চার্লস রাইড্রেকার গোলাঘাটে

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা গবেষক ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর আর্থার চার্লস রাইড্রেকার রবিবার ফ্রান্স থেকে এসে উপস্থিত হন অসমের গোলাঘাট জেলায়।

গোলাঘাটের বীরাঙ্গনা সাধনী রাজ্য বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি অংশ নেন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তার দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতার নানা মূল্যবান দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রফেসর রাইড্রেকার জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক, এর ব্যাপক প্রভাব এবং ভবিষ্যৎ সমাধানের সম্ভাব্য উপায় সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা আন্তর্জাতিক পর্যায়ের এমন একজন বিশেষজ্ঞের কাছ থেকে সরাসরি মতামত ও জ্ঞান অর্জনের সুযোগ পেয়ে বিশেষভাবে উপকৃত হন।

শিক্ষার্থীদের মধ্যে একজন বিশ্ববিখ্যাত জলবায়ুবিদকে সামনে থেকে দেখার উত্তেজনা ও উচ্ছ্বাস লক্ষ করা যায়।

উল্লেখ্য, ২০০৭ সালে আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেল (IPCC) যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। সেই সংস্থার এক অন্যতম প্রতিনিধি হিসেবে প্রফেসর রাইড্রেকার এই সম্মান গ্রহণ করেছিলেন।

জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে IPCC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংস্থাটির প্রতিবেদন ও গবেষণাগুলি বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং নীতিনির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *