রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি : বিচারপতি

২২ আগস্ট : বৃহস্পতিবার সকাল থেকে আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে মামলার শুনানি। সঙ্গে রয়েছেন এই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এদিন তরুণী চিকিৎসকের মৃত্যুতে রাজ্যের ভূমিকা তীব্র অসন্তোষ প্রকাশ করে বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, ‘এই মামলায় রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি।’

রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি : বিচারপতি
রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি : বিচারপতি

Author

Spread the News