রূপহীহাটে কংগ্রেস-বিজেপি কর্মীদের হাতাহাতি, উত্তেজনা
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : রাজ্যের পাঁচটি বিধানসভা উপনির্বাচন ঘোষণা করা হয়নি যদিও নির্বাচন-সম্পর্কিত সহিংসতা মঙ্গলবার রূপহীহাটকে নাড়িয়ে দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস এক বাইক র্যালি বের করে সকালের দিকে।
শিংমারী থেকে র্যালিটি বের করে কংগ্রেস সমর্থকরা। র্যালিতে যোগ দিতে যাওয়া রূপহীহাটের একদলকে বাধা দেয় বিজেপির কয়েকজন কর্মী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে।
কেউ কেউ সড়কে আসা-যাওয়া বেশ কয়েকটি গাড়িকে টার্গেট করে। খবর পেয়ে পৌঁছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে।
এ দিকে, বিজেপির কর্মীদের অভিযোগ, একাংশ কংগ্রেস কর্মী বিজেপি ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।