আজমলের মন্তব্যের পর ওয়েসি দলের স্পষ্টীকরণ

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : অসমের রাজনীতিতে AIMIM-এর প্রবেশ নিয়ে জল্পনা বাড়তেই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজ্যে তারা কোনও নির্বাচনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়নি। পাশাপাশি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বা বোঝাপড়ার বিষয়েও কোনও আলোচনা হয়নি।

সামাজিক মাধ্যমে AIMIM-এর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “অসমের কিছু সংবাদমাধ্যমে AIMIM-কে নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। AIMIM এখনও অসমে রাজনৈতিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া রাজ্যের কোনও দলের সঙ্গেও আমাদের কোনও জোট হয়নি।”

উল্লেখ্য, AIUDF সভাপতি ও প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের একটি মন্তব্যের পরেই AIMIM এই প্রতিক্রিয়া জানায়। ১৭ নভেম্বর প্রকাশিত খবরে বলা হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনের আগে AIMIM ও AIUDF-এর মধ্যে নির্বাচনী বোঝাপড়া হতে পারে বলে আজমল ইঙ্গিত দিয়েছেন। সাংবাদিকদের সামনে তিনি জানান, ওয়েসির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং “সবকিছুই সম্ভব”।

কয়েক মাস ধরে অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে থাকা আজমল সম্প্রতি ওয়েসিকে নিজের “ভাই” বলেও উল্লেখ করেছিলেন। তিনি আরও বলেন, বিহার বিধানসভা নির্বাচনে ওয়েসি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং দলের ফলও খারাপ হয়নি। ভবিষ্যতে যদি AIMIM অসমে আসতে চায়, তাহলে তারা স্বাগত জানাবেন বলেও মন্তব্য করেন AIUDF নেতাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *