স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান সিভিল হাসপাতাল আধুনীকরণ দাবি কমিটির

বরাক তরঙ্গ, ১ মে : শিলচর সিভিল হাসপাতাল আধুনীকরণ দাবি কমিটির সদস্যরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের সঙ্গে হাসপাতালের অবস্থা নিয়ে এক স্মারকলিপি তুলে দিলেন। সংস্থার সদস্য-সদস্যারা স্বাস্থমন্ত্রী ও শিলচরের বিধায়কের সামনে নিজেদের কথা তুলে ধরে বলেন, এই অঞ্চলে সিভিল হাসপাতাল একটি অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ করে।

সংস্থার পক্ষ থেকে সিভিল হাসপাতালের আধুনীকরণের দাবি জানিয়ে ১০০০০ এর ও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। এর গুরুত্ব অনুধাবন করেই রাজ্যের মুখ্যমন্ত্রী গত নভেম্বর মাসের কেবিনেট বৈঠকে সিভিল হাসপাতালের আধুনীকরণে ১৪৬ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিলেন। এই বছরের রাজ্য বাজেটে অনুরূপ ভাবে ঘোষণাও করা হয়। কিন্তু আশ্চর্যজনক এরপর আর এই ব্যাপারে কোথাও কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান সিভিল হাসপাতাল আধুনীকরণ দাবি কমিটির

জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংস্থার কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, এই ব্যাপারে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং আগামী দুই মাসের মধ্যেই দরপত্র আহবান করে কাজ শুরু করা হবে। এদিন সংস্থার পক্ষে হরিদাস দত্ত, কমল চক্রবর্তী,  পিঙ্কি দাস, কৃষাণু ভট্টাচার্য, অমিতাভ দে, খাদেজা বেগম, নিখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ১৫ দিনের মধ্যে কাজ শুরু না হলে সংস্থা দাবি আদায়ে বৃহত্তর গণ-আন্দোলনের পথে যাবে বলে জানিয়ে দেয়।

Author

Spread the News