আইরংমারায় জমি দখল ও অসামাজিক কাজ বৃদ্ধির প্রতিবাদে নাগরিক সভা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : একদিকে দুর্নীতি ও জমি জবরদখল করে আইরংমারা অঞ্চলে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা, আবার অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে ব্যানার টাঙানো নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। সোমবার এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটল। ক্ষুব্ধ জনতা সেই ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিলেন।
ব্যানার ছিঁড়ে বা পুড়িয়ে ফেললে দুর্নীতিকে আড়াল করা যাবে না : যিশু___
এ দিন আইরংমারা বাজার সংলগ্ন স্থানীয় পাঠাগার মিলনায়তনে আয়োজন করা হয় একটি নাগরিক সভার। স্থানীয় বিশিষ্ট নাগরিক দেবেন্দ্রচন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় নাগরিক সভা। নাগরিক সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট বিজেপি নেতা সুবোধ দাস, পঞ্চায়েত সভাপতি প্রবীর ভট্টাচার্য সহ অনেকে। আইরংমারা এলাকার পরিবেশ নানা অসামাজিক কার্যকলাপে বিষাক্ত করে তুলেছে দুষ্কৃতকারীরা। জমি জবরদখল করে মানুষের মধ্যে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করেছে। তিনি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানান জেলা প্রশাসনের কাছে।
পঞ্চায়েত সভাপতি প্রবীর ভট্টাচার্য বলেন, উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডার নিয়েও দুর্নীতির অভিযোগে রয়েছে যিশু শুক্লবৈদ্যের বিরুদ্ধে! পঞ্চায়েত অফিসের জমি জবরদখল করার অভিযোগে যিশু শুক্লবৈদ্য এবং প্রমোদ মোদকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায়। আগামী দিনে পঞ্চায়েত অফিসের জমি দখল মুক্ত করতে ডিমার্কেশনও করানো হবে ভূবাসন দফতরের মাধ্যমে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত সম্পারানি দাস সহ আরও বেশ কিছু মহিলা সরাসরিই বলেছেন রান্নার গ্যাস সংযোগ দিতে গড়িমসি করছেন যিশু শুক্লবৈদ্য। সিলিন্ডারের জন্য দফায় দফায় আবেদন করেও কোনও লাভ হয়নি!
এ দিন সভাস্থল থেকে নাগরিকরা আইরংমারা বাজারে পৌঁছে যিশু শুক্লবৈদ্য এবং প্রমোদ মোদকের নাম থাকা দুর্নীতি মুক্ত আইরংমারা গঠনের ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান তারা।
এ দিকে, যিশু শুক্লবৈদ্যের সঙ্গে যোগাযোগ করলে পাল্টা অভিযোগ করে বলেন, তাঁর ক্রয় করা জমি ওই দুই লোক দখল করতে আসেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর দাখিল করলে তখন তাঁরা সুর পাল্টে জিপি কার্যালয়ের জমি বলে দাবি করে। যিশুবাবু বলেন, পাটোয়ারী সহ সরকারি লোক হাজির হলে তাঁরা কেউ আর আসেনি। তিনি তাঁর কাগজপত্র পুলিশকে দেখিয়েছেন। তিনি আরও বলেন, ব্যানার ছিঁড়ে বা পুড়িয়ে ফেললে দুর্নীতিকে আড়াল করা যাবে না। ওইসব নেতাদের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন। এজেন্সির বিষয়ে বলেন, আজকাল সব অনলাইন। যদি কোনও অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নালিশ করতে বলেন। এও বলেন, প্রমোদ মোদকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, চেনেনও না তিনি। নাগরিক সভা করে এলাকার জনগণকে বিভ্রান্ত করার নিন্দা জানান।