ভোট চলাকালীন নাগরিকত্ব প্রদান কেন্দ্রীয় সরকারের
১৬ মে : লোকসভা ভোট প্রক্রিয়া চলাকালীনই নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় সরকার। বুধবার দিল্লিতে ১৪ জনকে ক্যা এর শংসাপত্র প্রদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে কোনও নথি ছাড়া ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এদেশে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করতে ক্যা আইন কার্যকর করা হয়েছে। তিন মুসলিম অধ্যুষিত দেশের তালিকাভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়েছেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান।
২০১৯ সালের ডিসেম্বরে এই আইন পাস হয়ে গেলেও, গত মার্চে ক্যা এর বিধি তৈরি হয়। এদিন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, গোয়েন্দা সংস্থা আইবির অধিকর্তা সহ স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চ পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন নাগরিকত্ব শংসাপত্র প্রদানে।