শহরকে সর্বাঙ্গীন স্বচ্ছ ও সুন্দর করে তুলতে পুর কর্তৃপক্ষের সঙ্গে নাগরিকদের সহযোগিতা শিলচরে

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচর শহরে সাফাই অভিযান চালানো এবং শহরকে সর্বাঙ্গীন স্বচ্ছ ও সুন্দর করে তুলতে প্রশাসন ও পুর কর্তৃপক্ষের সঙ্গে নাগরিকদের সহযোগিতা ও অংশগ্রহণ এবং সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর এর আহ্বানে একটি সভা মালুগ্রামের এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। আজকের সভার মুখ্য উদ্দ্যেশ্য ছিল নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তোলা, শহরের প্রতিটি এলাকায় স্বচ্ছতা অভিযান শুরু করা যাতে এর মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার কাজ যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মঞ্চের পক্ষ থেকে আহুত আজকের সভায় যত্রতত্র আবর্জনা ফেলার অভ্যাসকে পরিত্যাগ করা, পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে নাগরিকদের সহযোগীতা বৃদ্ধি, সরকারি নালার জমি জবরদখল মুক্ত করতে প্রসাশনিক উদ্যোগ গ্রহণ, সসি ক্যামেরা বসিয়ে যত্রতত্র আবর্জনা ফেলার অপচেষ্টা প্রতিরোধ করা, মাইক যোগে প্রচার করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা হয়।

মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে আজ উক্ত সভায় উপস্থিত ছিলেন পুরসভার একজিকিউটিভ অফিসার নরোত্তম শর্মা সহ স্থানীয় জনগণ ও বিভিন্ন সমাজসেবী সংগঠন যথাক্রমে উত্তরণ, শিলচর উদয়ন সংঘ, ভেনগার্ড ক্লাব, নিলাম্ভরী এবং অ্যাপোস্টেল ক্লাবের সদস্যরা। আজকের সভায় বক্তব্য রাখেন মঞ্চের কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা, পুর আধিকারিক নবোত্তম শর্মা, মঞ্চের অন্যতম সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, বিশিষ্ট নাগরিক সাধন পুরকায়স্থ, অধ্যাপক অজয় রায়, প্রশান্ত দাস, কৃষাণু ভট্টাচার্য সহ অন্যান্য সংগঠনের কর্মকর্তারা। সভায় এছাড়াও অন্যান্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মঞ্চের অন্যতম সদস্য আশু পাল, প্রণব দত্ত, অভিজীৎ দাম, রামেন্দ্র ভট্টাচার্য সহ অগুণিত স্থানীয় বিশিষ্ট নাগরিকবৃন্দরা।

শিলচর পুর নিগমের পক্ষ থেকে আজ ছাফাই অভিযানেরও সূচনা হয়। সাফাই অভিযান পরবর্তীতে শহরের সবক’টি ওয়ার্ডে চলবে। সাফাই অভিযানে সবার সহযোগিতা কামনা করা হয়।

Spread the News
error: Content is protected !!