খোঁজের ফুটবলে শেষ চারে মুনলাইট
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২০ জুন : মুনলাইট অ্যাকাডেমি সুন্দরী শেষ চারে উঠল সোনাইয়ে খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টে। শুক্রবার সোনাই ফুটবল অ্যাকাডেমির ব্যবস্থাপনায় নিত্যগোপাল স্কুলের মাঠে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারায় স্বাধীনবাজারকে। ১৬ মিনিটে মুনলাইটের পক্ষে প্রথম গোল দেন সরলিং টংপার। এরপর ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন মানভা টংপার। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মুনলাইটের মাংপা টংপার। ম্যাচের পরে তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন আজকের মুখ্য অতিথি জেলার প্রাক্তন ফুটবলার রাজেন সিংহ এবং আয়োজক খোঁজের সচিব সজল লস্কর।
ম্যাচের আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন রাজেন। এরপর উত্তরীয় পড়িয়ে বরন করে হাতে স্মারক তুলে দেন খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর। খেলা পরিচালনা করেছেন শহিদ চৌধুরী, প্রবীন বর্মন, রাকিব হোসেন ও আব্দুল জলিল। ক্রীড়াসূচী অনুযায়ী শনিবার শেষ কোয়ার্টার ফাইনালে মাছখাল এফসির মুখোমুখি হবে বেরাবাক এফসি।

