অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোড কীর্তনের মাঠে নাগরিক সভা

অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোড কীর্তনের মাঠে নাগরিক সভা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : ধলাইর বিধায়ক নিহাররঞ্জন দাসের উপস্থিতিতে রবিবার আশ্রম রোড কির্তন কমিটির মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় পুরুষ ও মহিলা সহ বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মদ ও জুয়া সহ এলাকায় দীর্ঘদিন ধরে চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন উদ্যোক্তারা।

অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোড কীর্তনের মাঠে নাগরিক সভা
বক্তব্য রাখছেন সূ্যকান্ত সরকার।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান মদ বিক্রয় একটি সহজলভ্য আয়। কিন্তু এতে তরুণ প্রজন্মের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করছে। নেশার কবলে পড়ে যুবকরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি বিপদের মুখে পরিচালিত হচ্ছেন। প্রভাব পড়ছে বর্তমান সমাজ ব্যবস্থায়ও। কৈবর্ত সমাজ অধ্যুষিত আশ্রম রোড এলাকাকে আগামীতে মদ ও জুয়ার আসর থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায়,তার উপর বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।নেশার কবলে পড়ে ছাত্রসমাজ সহ মহিলাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোড কীর্তনের মাঠে নাগরিক সভা

অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে জ্ঞান ও বুদ্ধির ব্যবহার করে যুব সমাজকে সমাজের মূল পথে ফিরিয়ে আনার সমাজের প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। সেবার মাধ্যমে মানুষের মন জয় করারও পরামর্শ দিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। মদ বিক্রয়ের সঙ্গে যেসব মানুষ জড়িত রয়েছে তাদের প্রেম ও ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে আনতে পারলেই সমাজ সহ এলাকার উন্নতি সাধন হবে বলেও আশা প্রকাশ করেছেন অনেকে। মদের অবৈধ দোকান বন্ধ করতে গণতান্ত্রিক ভাবে পথ অবরোধ করার পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। যদি এরপরও সমস্যার সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা। সভায় গিরীন্দ্র দাস, শৈলেন দাস, নিশীকান্ত সরকার, অর্জুন চৌধুরী, ও সূর্যকান্ত সরকার সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!