প্রার্থনা চলাকালীন গির্জায় হামলা, হত ১৫

২৬ ফেব্রুয়ারি : প্রার্থনা চলাকালীন গির্জায় সন্ত্রাসবাদী হামলা। এই সশস্ত্র হামলার ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহত আরও জনাকয়েক। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় ইসাকানের একটি ক্যাথলিক গির্জায়।

গির্জার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতেরা সকলেই ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের। এদিন প্রার্থনার জন্য উপাসনালয়ে সকলে একত্রিত হয়েছিলেন। আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে।

যদিও এই ঘটনা নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য দেয়নি বুরকিনা ফাসো। কোনো সন্ত্রাসী সংগঠন এই হামলার দায়ও স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গির্জায় জমায়েতকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। সেখানকার যাজকদের অপহরণও ছিল সন্ত্রাসীদের অন্যতম লক্ষ্য। ওই অঞ্চলে এর আগেও একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

Author

Spread the News