মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব বড়দিন তথা ক্রিসমাস। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী গ্রামগুলিতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। চারদিকজুড়ে উৎসবের আমেজ, আনন্দের উচ্ছ্বাস আর সাজসজ্জার ব্যস্ততায় এখন মুখর গোটা অঞ্চল।পাথারকান্দি বিধানসভার বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত গ্রাম ও মহল্লায় গির্জা থেকে শুরু করে বসতবাড়ি সবকিছুই সেজে উঠছে বাহারি আলোকসজ্জা, রঙিন মোড়ক ও সাজে। চতুর্দিকে ‘সাজ সাজ রব’। অন্যান্য বছরের মতো এবারও বড়দিনকে কেন্দ্র করে খ্রিস্টান সমাজে ছড়িয়ে পড়েছে উৎসব ও আনন্দের মহাউল্লাস।পাথারকান্দি বিধানসভার অন্তর্গত প্রায় কুড়িটিরও বেশি ছোট-বড় গির্জা পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানোর কাজ চলছে। ক্যাথলিক ও প্রেসবিটারিয়ান মতভেদ থাকলেও বড়দিন উদযাপনে কোথাও কোনও বিভেদ নেই। সবাই একসঙ্গে মিলেমিশে এই উৎসব পালন করেন। গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, পাশাপাশি ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠে-পুলি ও নানান ঐতিহ্যবাহী খাবার।এই উৎসবে খ্রিস্টানদের সঙ্গে সামিল হচ্ছেন এলাকার অন্যান্য ধর্মের মানুষজনও। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের আনন্দে শরিক হয়ে বড়দিনের আনন্দকে আরও বিস্তৃত করে তুলছেন। এলাকার অধিকাংশ খ্রিস্টান পরিবার আর্থিকভাবে পিছিয়ে থাকলেও বড়দিন উদযাপনে তাঁদের আনন্দে কোনও ঘাটতি নেই। সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দরিদ্রদের পাশে দাঁড়িয়ে বস্ত্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন।মাকুন্দা মিশনারি লেপ্রসি কাম জেনারেল হাসপাতালের এক মিশনারি কর্তা জানান, বড়দিন খ্রিস্টান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দের উৎসব। এই উপলক্ষে সমাজের সব বয়সের মানুষ আনন্দে মেতে ওঠেন।
তিনি জানান, মানিকবন্দ, মাকুন্দা, বাদশাটিলা, ছবড়ি, ছাগোলমা, দশডেওয়া, ছয়ডেওয়া, কড়িখাঁই, মাগুরা, পিপলাপুঞ্জি, বালিপিপলা, মাগুরছড়া, বৈঠাখাল সহ একাধিক গির্জায় সাজসজ্জা এখন চূড়ান্ত পর্যায়ে।বড়দিনে গির্জাগুলিতে সকাল থেকেই শুরু হবে ধর্মীয় প্রার্থনা ও বিশেষ আচার-অনুষ্ঠান। পাশাপাশি দিনভর ও রাতভর চলবে নাচ-গান সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের আনন্দের জন্য থাকছে শান্তাক্লজ পর্ব। খাওয়া-দাওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে সর্বত্র। এদিকে, বড়দিন উপলক্ষে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল পৃথক বার্তায় নিজের বিধানসভার খ্রিস্টান ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বড়দিন শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা বহন করে এই উৎসব যেন সকলের জীবনে সুখ ও সৌহার্দ্য বয়ে আনে।অন্যদিকে বড়দিন উপলক্ষে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পাথারকান্দি থানার ওসি এবং বাজারিছড়া থানার ওসি সহ পুলিশ প্রশাসন ও ভিডিপি কর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


