লরি থেকে গাঁজা উদ্ধার চুরাইবাড়ি পুলিশের, আটক চালক

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ফের ত্রিপরা থেকে অসম হয়ে বহিঃরাজ্যে পাচারের পথে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধিন চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের তল্লাশিতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা বোঝাই কন্টেনার লরি। পুলিশ সূত্রে জানা গেছে,  মঙ্গলবার সন্ধ্যারাতে আগরতলা থেকে গাঁজা বোজাই করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পুলিশ থানা সহ চেক গেট অনায়াসে অতিক্রম করে অসম সীমান্তের প্রবেশের মুখে চুরাইবাড়ি অসম পুলিশের চেক গেটে ধরা পড়ে।

কর্তব্যরত পুলিশ কর্মীরা এনএল-০১- এডি-৪৫২২ নম্বরের একটি কন্টেনার লরি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে গাড়িতে থাকা গোপন চেম্বার থেকে বিশাল পরিমাণের গাঁজা উদ্ধার করে। পরে গাঁজার সহ লরিটি পুলিশ বাজেয়াপ্ত করে নিজ হেফাজতে নেওয়ার পাশাপাশি পাচার কাণ্ডে জড়িত থাকায় চালককে আটক করে। ধৃত চালকের নাম অমরেশ রাই (২৮)। বা‌ড়ি বিহা‌র রাজ্য। পুলিশের তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় মোট ১২৭৫ কেজি গাঁজা। যার বাজার মুল্য এক কোটি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানিয়েছেন চুরাইবাড়ি পুলিশের ইনচার্জ এন দাস। তিনি এও জানান, পুলিশের প্রাথমিক জেরায় ধৃত চালক জানায় সে গাঁজা গুলো আগরতলা থেকে বিহার রাজ্যের মুজাফফরপুর নিয়ে পৌঁছানোর মতলবে ছিল। পুলিশ বর্তমানে এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে। ধৃতকে আগামীকাল জেলা আদালতে সপর্দ করা হবে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News