মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীভূমির এক বিশিষ্ট ব্যবসায়ী। মঙ্গলবার রাতে শিলচর থেকে শ্রীভূমি আসার পথে মকই ভাঙ্গায় দুর্ঘটনায় মৃত্যু ঘটল শ্রীভূমির বিশিষ্ট ব্যবসায়ী ঘাটলাইনস্থিত শ্যাম ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিত বারগোডিয়া (চিন্টু)।
জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।



