সর্বোদয় ট্রাস্টের শিশু উৎসব উদযাপন

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : মালুগ্রাম সর্বোদয় বিদ্যালয়ের মাঠে সারম্ভরে পালিত হল শিশু উৎসব। স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র মোহন দত্ত ৩৭ বছর আগে শিলচর শহরের বিশিষ্ট কয়েকজন শিক্ষাবিদদের নিয়ে এই শিশু উৎসবের আয়োজন করে ছিলেন তখন থেকেই এই উৎসব উদযাপন কর হয়। অধ্যাপক অংশুমান ভট্টাচার্য, ডঃ ভক্তিমাধব চট্টোপাধ্যায়, পরিতোষ দাশগুপ্ত, জ্যোতিরিন্দ্র দত্ত (কালাদা) ডাঃ কুমারকান্তি দাস, হীরেন্দ্রকুমার গুপ্ত সহ অনেকেই জড়িয়ে ছিলেন শিশু শিক্ষা গবেষণা পরিষদ নামের একটি সংগঠন করে। শচীন্দ্র মোহন দত্ত (লাখু দার) একটি বিখ্যাত বাণী হলো “শিশু নষ্ট তো জাতি নষ্ট”।

লাখুদার আদর্শকে পাথেয় করে সর্বোদয় ট্রাস্ট  প্রত্যেক বছর শিশু উৎসবের আয়োজন করে চলছে। মঙ্গলবার  সরস্বতী বিদ্যানিকেতন, ভ্যালি মাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, মনিমালা নার্সারি স্কুল, পঞ্চানন শিববাড়ি শিশু সদন, অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালা, সর্বোদয় বিদ্যালয় এবং সর্বোদয় পাঠশালা ডেফডিলস স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় রামকৃষ্ণ বিদ্যামন্দির বিবেকানন্দ স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা একসঙ্গে মিলে, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, প্রশ্নোত্তরের আসর, মিউজিক্যাল চেয়ার, লম্বাদৌড় সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ফলে শিশুদের মধ্যে এক মেলবন্ধন গড়ে উঠে। রোটারি ক্লাব শিলচরের পক্ষ থেকে অনুষ্ঠানে  উপস্থিত সকলের জন্য সুন্দর খাবারের প্যাকেট পরিবেশন করা হয়।

এই অনুষ্ঠান শিশুদের, তাই প্রথম থেকেই অনুষ্ঠানে একজন শিশুকে সভাপতি করা হয়। এবছর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরা মাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র হৃদম চৌধুরী, এবং বিশেষ অতিথির আসনে বসানো হয় শিলচর কলেজিয়েট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সুপ্রদীপ পাল চৌধুরীকে। সঙ্গীত পরিবেশন করেন কল্যানী দাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী, কোষাধ্যক্ষ অশোক কুমার দেব, গীতা দত্ত, শেফালী ভারতী, রাখা চক্রবর্তী ,শুকল্পা দত্ত, মধুমিতা দেব, মলয় চক্রবর্তী, অমিত নাগ, শান্তনুকুমার দাস, রামেন্দ্র ভট্টাচার্য, রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি রামানুজগুপ্ত ও বর্তমান সভাপতি দেবাশিস চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন পিংকুরঞ্জন পাল, সঞ্জু নাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী চম্পা চৌধুরী, শিক্ষিকা অনিতা বসু, মধুমিতা আচার্য, রূপশ্রী পুরকায়স্থ, শর্মিষ্ঠা দে চৌধুরী, বিপা চক্রবর্তী, মৌসুমী চৌধুরী, রূপক ভট্টাচার্য, গোপীচরণ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

Spread the News