জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় শিশু সুরক্ষার প্রকল্প সুরক্ষিত শৈশব সোনালি অসম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আগামী তিন মাস এই প্রকল্পের আওতায় প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে শিশুদের সুরক্ষা সংক্রান্ত সরকারি সব প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অভিযান চালানো হবে। মঙ্গলবার জেলা কমিশনারের সভাকক্ষে এই অভিযানের সূচনা করা হয়। ডিডিসি এল্ডাড ফাইরিমের পৌরোহিত্যে সভায় অতিরিক্ত জেলা কমিশনার দীপমালা গোয়ালা বিভিন্ন কম্যুনিটি লিডারদের উপস্থিতে জানান অনাকাঙ্ক্ষিত ক্ষেত্রে কোন শিশু যদি কোন অপরাধের শিকার হয়। তবে তাঁকে পুনর্বাসনের জন্য সরকার থেকে। করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর আগে স্বাগত ভাষণে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার সৈয়দ জালাল উদ্দিন আহমদ জানান শিশুদের অধিকার লংঘন সংক্রান্ত যেকোনও অভিযোগ চাইল্ড লাইনের ফোন নম্বর ১০৯৮এ জানানো যায়। তিনি জেলায় শিশু অপরাধের বিভিন্ন তথ্য তুলে দেরে জানান, গত তিন মাসে জেলায় ১৫টি শিশু শ্রমিক উদ্ধার করা হয়েছে এবং এগুলির পুনর্বাসনের প্রক্রিয়া জারি রয়েছে।
উল্লেখ্য, এই অভিযানের অঙ্গ হিসেবে শিশু পাচার, বাল্যবিবাহ বিরোধী সচেতনতা বৃদ্ধির অভিযানের পাশাপাশি প্রটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সচুয়াল অফেনস অর্থাৎ পোসকো আইন, অবৈধ দত্তক, অনাথ বাচ্চাদের স্পন্সরশিপ ইত্যাদি শিশু সুরক্ষা প্রকল্প সম্পর্কে ব্যাপক অভিযান জিপি স্তরে এবং গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হবে। সভায় জেলা পরিষদের সিইও রুথলিয়েঙথাঙ, অ্যাডিশনাল পুলিশ সুপার শেখরজ্যোতি রায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য কামাল হোসেন চৌধুরী প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। সভাপতির বক্তব্যে এল্ডাড ফাইরিম শিশু সুরক্ষার সব আইন জেলার সব জিপি কার্যালয়ে সচেতনতার জন্য জনসাধারণ যাতে দেখতে পান, সেভাবে টাঙ্গিয়ে রাখার পরামর্শ দেন।


