প্রধনামন্ত্রী আবাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে প্রধনামন্ত্রী আবাস নিয়ে এক বড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ৩.৫ লক্ষ বাড়ির কথা ঘোষণা করেছিলেন। প্রায় ৭ লক্ষ ৬০ হাজার মানুষ সরকারি বাড়ির জন্য অপেক্ষা করছেন। চলতি মাসের ১৯তারিখে ৩ লক্ষ ৮০ হাজার মানুষের প্রথম কিস্তি প্রদান সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলির জন্য তহবিল বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় বৈঠক পলাশবাড়িতে অনুষ্ঠিত হবে। অবশ্য সবগুলোই নয়। বাকিরা নারী-পুরুষ। এপ্রিল মাসে ৩ লক্ষ সুবিধাভোগী বাড়ির অনুমোদন দেওয়া হবে। অসমে ২২ লক্ষ বাড়ির কাজ চলছে। রাজ্যে এখনও ৪-৫ লক্ষ দরিদ্র মানুষ রয়েছেন। ব্যবস্থার পরিবর্তন করতে হবে। দু্র্নীতি ব্যবস্থা বদলানো যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, “এবার সরকারি বাড়িতে জিওট্যাগিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবার জিওট্যাগিং করা হবে আত্মসহায়ক দল থেকে। স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে বসবাসকারী ভাই ও বোনেরা জিওট্যাগিং করবেন। ভারতে প্রথমবার জিওট্যাগিং চালু করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “জীবিকা সখির পাশাপাশি আপনি বাড়িতেও জিওট্যাগিং করতে পারেন। অন্য যে কোনও ব্যক্তিও এই জিওট্যাগিং করতে পারেন। শেষে পঞ্চায়েত বিভাগের লোকেরা পরীক্ষা করে দেখবে। একটি সভাও করা হবে। সরকারি বাড়ি সরবরাহের জন্য ব্লক পর্যায়ে একটি কমিটি থাকবে। একটি জেলা কমিটি থাকবে। তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, “এবার প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় সেলফ জিও-ট্যাগিং করা যেতে পারে। এবার ৫ লক্ষের পরিবর্তে ৭ লক্ষ জিওট্যাগিং করা হবে।