১১ জনকে নিয়ে শপথ নিলেন মুখ্যমন্ত্রী রেড্ডি
৭ ডিসেম্বর : ১১ জনকে সঙ্গে নিয়ে
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। আর মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা কংগ্রেসের দলিত নেতা মাল্লু ভাট্টি বিক্রমার্কাকে করা হল উপমুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং বিভিন্ন রাজ্যের কংগ্রেস সভাপতিরা। বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন কংগ্রেসের গদ্দাম প্রসাদ কুমার। নয়া সরকার গঠনের পরই প্রধানমন্ত্রী মোদি এক্স এ টুইট করে সরকারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন, শ্রীধর বাবু, পোনম প্রভাকর, কোমাতিরেড্ডি বেঙ্কট রেড্ডি, দামোদর রাজা নরসীমা, পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, দানা অনসূয়া, থুম্মালা নাগেশ্বর রাও, কোন্ডা সুরেখা এবং জুপাল্লি কৃষ্ণা রাও। মন্ত্রিসভায় নতুনদের পাশাপাশি পুরোনো নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানার সকল এলাকা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।