অসমে স্বাস্থ্যসেবায় বিপ্লব এনেছেন মুখ্যমন্ত্রী : পরিমল শুক্লবৈদ্য

সুশ্রুশা সেতু প্রকল্পের অধীনে এলএসি-ভিত্তিক ৬ষ্ঠ মেগা হেল্থ ক্যাম্প স্বাধীন বাজারে

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে অসমে স্বাস্থ্যসেবা খাতে এক বিপ্লব সাধিত হয়েছে—সোমবার সোনাই স্বাধীন বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এলএসি-ভিত্তিক মেগা চাইল্ড হেল্থ ক্যাম্পত এই মন্তব্য করেন শিলচর লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অসম সরকারে সুশ্রুশা সেতু উদ্যোগৰ অংশ হিসেবে কাছাড় জেলাপ্ৰশাসনে আয়োজিত এই শিবির শিশুদের রোগ শনাক্তকরণ ও সময়োপযোগী চিকিৎসার ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্ৰগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সাংসদ শুক্লবৈদ্য বলেন, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংস্কারমূলক পদক্ষেপে উন্নত স্বাস্থ্য পরীক্ষা আজ গ্রামীণ অসমের সাধারণ পরিবারের নাগালে পৌঁছে গেছে। ০–১৮ বয়সী শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার স্ক্রিনিং আধুনিক স্বাস্থ্য সূচককে আরও শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জেলা প্রশাসন তথা সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টাকেও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এই মেগা হেল্থ কেম্পত ৩,৬৪১ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যার মধ্যে ৪১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য উর্ধ্বতন চিকিৎসা কেন্দ্ৰলৈ প্ৰেরণ করা হয়।

সভাত বক্তব্য রাখেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাক শিশুদের ৫৯টি সংকটজনক রোগের স্ক্রিনিং সুবিধা প্রদানকারী এক নজিরবিহীন ব্যবস্থা গড়ে তোলার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জেলা কমিশনার মৃদুল যাদব, পুলিশ বিভাগ, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও সংশ্লিষ্ট সমস্ত দফতরের সহায়তায় কৃতজ্ঞতা জানান। তিনি এই উদ্যোগকে রাজ্যের শিশু সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন।

জেলা কমিশনার মৃদুল যাদব বক্তব্যে স্বাস্থ্য বিভাগের দক্ষতা ও নিরবচ্ছিন্ন সেবাকে প্রশংসা করেন। তিনি আশ্বাস দেন যে ভবিষ্যতেও কাছাড় জেলাত বৃহৎ স্বাস্থ্য শিবির আয়োজনত প্রশাসন পূর্ণ সহযোগিতা দেবে। বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়। কার্যসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার দীপা দাস, ডিআইও ডাঃ শেখ, এসডিএমও সোনাই ডাঃ এজাজ আহমেদ লস্কর, ডিপিএম রাহুল ঘোষসহ বহু কর্মকর্তা, আঙ্গনওয়াড়ি কর্মী, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *