বাল্যবিবাহ রোধ করতে ‘নিযুত মইনা প্রকল্প’ এর সূচনা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ‘মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প’ এর আনুষ্ঠানিক ভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার এই প্রকল্প চালু করে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াকে সঙ্গে নিয়ে প্রকল্পের বিস্তারিত ব্যাখা করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। শুরুতে ‘নিযুত মইনা প্রকল্প’-র মানে বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিযুত’ মানে ‘দশ লক্ষ’ এবং ‘মইনা’ মানে ‘শিশু বা বালিকা’। এই প্রকল্পে দশ লক্ষ কন্যা শিক্ষাৰ্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে এই প্রকল্প চালু করা হয়েছে। বালিকাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার পথ প্রশস্ত করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দ্বাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত কন্যা শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান করা হবে। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ১,৫০০ কোটি টাকা। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে হায়ার সেকেন্ডারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্তরের ছাত্রীদের জন্য এটা মাসিক আর্থিক সহায়তা প্রকল্প।

মুখ্যমন্ত্রী জানান, একাদশ শ্রেণিতে নথিভুক্ত ছাত্রীদের ১০ মাস মেয়াদে প্রতি মাসে এক হাজার করে মোট ১০ হাজার টাকা। স্নাতক (ডিগ্রি যেমন বিএ, বিএসসি এবং বিকম) প্রথম সেমিস্টার নথিভুক্ত ছাত্রীদের জন্য ১০ মাস মেয়াদে প্রতি মাসে ১,২৫০ করে মোট ১২,৫০০ টাকা। স্নাতকোত্তর (পিজি যেমন বিএড/এমএ/এমএসসি/এমকম) প্রথম বর্ষে নথিভুক্ত ছাত্রীদের জন্য ১০ মাসের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা (প্রজ্ঞা ভারতী স্কিমের অধীনে মোবিলিটি গ্রান্টকে নিযুত মইনা প্রকল্পের সঙ্গেএকীভূত করে)। চলতি শিক্ষাবর্ষের জন্য নয় মাসের জন্য এই সুবিধা দেওয়া যেতে পারে, বলেন মুখ্যমন্ত্রী।

বাল্যবিবাহ রোধ করতে ‘নিযুত মইনা প্রকল্প’ এর সূচনা মুখ্যমন্ত্রীর

Author

Spread the News