‘মুখ্যমন্ত্রী আমার বস নয়’ : আজমল
দু’দিনের বরাক সফরে এআইইউডিএফ সুপ্রিমো
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : দু’দিনের সফরে বরাকে এসেছেন এআইইউডিএফ দল সুপ্রিমো সাংসদ মওলানা বদরুদ্দিন আজমল। বুধবার তিনি বরাকের মাটিতে পা রাখতেই অর্থাৎ কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক আফতাব মোল্লার গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দল সুপ্রিমো বলেন, ক্ষমা চাওয়ার পরও বিধায়ক আফতাব মোল্লাকে গ্রেফতার করা মোটেই ঠিক হয়নি। এ ছাড়াও তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে এক হাত নিয়ে বলেন, শঙ্কর সংঘে যেতে হলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে যাব না কি। বলেন, “মুখ্যমন্ত্রী আমার ‘বস’ নয়, আমি আমার ‘বস’।
ক্ষমা চাওয়ার পরও আফতাবকে গ্রেফতার করা ঠিক হয়নি____
এদিকে সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, বিধায়ক আফতাব মোল্লার যে ধরনের মন্তব্য করেছিল তা গ্রহণযোগ্য নয়, কিন্তু আফতাব মুল্লা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরও তাকে গ্রেফতার করা বা অসম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষে একজন বিধায়ক শোকজ করাটাও অনৈতিক। তার নাম আফতাব মুল্লা বলেই একজন বিধায়ক হয়েও শাস্তি ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া।
তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন অতিসত্বর যাতে আফতাব মোল্লাকে রেহাই দেওয়ার জন্য। তিনি এও বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিভিন্ন সময় ভগবান শ্রীকৃষ্ণ কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন, তাকে কেন গ্রেফতার করা হয়নি। তাই ভূপেন বরাকেও গ্রেফতারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বিধায়ক বড়ভূইয়া।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।