শিলচরে ফ্লাইওভার সহ তিনটি বড় প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক ল্যান্ড নিয়ে বরাকবাসী সিদ্ধান্ত নেবেন : হিমন্ত_____

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : “পৃথক বরাক ল্যান্ড নিয়ে বরাকবাসী বিবেচনা করবেন। কিন্তু আমি বলার কিছুই নেই। তবে লেফটিস্টরা নয়, বরাকবাসীরা এই সিদ্ধান্ত নেবেন।” বৃহস্পতিবার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই পৃথক বরাক নিয়ে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কিছু লোক পৃথকের দাবি তুললেও অন্যান্য লোকরা তাঁর কাছে গিয়ে বলছেন পৃথক বরাকের কথা না শোনতে এবং তারাই অসমের সঙ্গে থাকতে চান। মুখ্যমন্ত্রী বলেন, যারা এই দাবি তুলছে তারা প্রথমে বরাকবাসীর মতামত নেওয়া প্রয়োজন তবে বামপন্থীদের নয়। বরাকবাসী যদি সিদ্ধান্ত নেন তাহলে আমরা আলোচনা করব।

শিলচরে ফ্লাইওভার সহ তিনটি বড় প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী শিলচর তথা কাছাড়বাসীকে সুখবর শোনালেন। শিলচরের জন্য তিনটি বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এরমধ্যে রয়েছে ক্যাপিটাল ট্রাভেলস পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার এবং রামনগর থেকে তারাপুর পর্যন্ত এলিভেটর রোড সহ রামনগর ধস প্রবণ এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। এছাড়া শিলঘাট ও মধুরায় দু’টি সেতু নির্মাণ হবে।

শিলচরের ঐতিহ্যবাহী জিসি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা হবে। এছাড়া মেডিকেল কলেজ ৫০০ বেডের সুপারস্প্যালিটি ভবন হবে, কাছাড় ক্যান্সার হাসপাতালে অসম সরকারের নির্মিত হাসপাতালের উদ্বোধন হবে বলেও জানান। সম্পন্ন হবে ইস্ট-ওয়েস্ট করিডরের কাজও।

শিলচরে ফ্লাইওভার সহ তিনটি বড় প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ দিন মুখ্যমন্ত্রী শর্মা বাদ্রি, ডুগরিপার ও ইটখোলাঘাট সেতু উদ্ঘাটন করেন। এ ছাড়া তিনি ভরাখাই গিয়ে ইন্টিগ্রেটেড জেলা আয়ুক্তের কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও শিলকুড়িতে কনভেনশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ে বীর লাচিত বরফুকনের মূর্তি উন্মোচনের কর্মসূচি শেষ করে তিনি শিলচর ডিএসএ গ্রাউন্ডে জলজীবন সম্মেলনের জনসভায় অংশ নেন। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা।

শিলচরে ফ্লাইওভার সহ তিনটি বড় প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার অনুষ্ঠান গুলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জয়ন্ত মল্লবরুয়া, বিধায়ক কৌশিক রাই, দীপায়ন চক্রবর্তী, করিম উদ্দিন বড়ভূইয়া, কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, কিশোর নাথ, জেলাশাসক রোহনকুমার ঝা, পুলিশ সুপার নুমুল মাহাতো সহ অন্যান্যরা।
প্রতিবেদক : আশু চৌধুরী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News