গুলি যুদ্ধে ৯ মাওয়াদী খতম, দাবি ছত্তিশগড় পুলিশের
৩ সেপ্টেম্বর : পুলিশ ও মাওবাদীর মধ্যে গোলাগুলি। এতে গুলিতে ৯ মাওয়াদী নিহত হয়েছে বলে দাবি করল ছত্তিশগড় পুলিশ। বস্তারে দান্তেওয়াড়া-বিজাপুর জেলার মাঝে জঙ্গলের মধ্যে মঙ্গলবার সকাল থেকে গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি দাবি করেছেন যে এদিন সকাল সাড়ে দশটা থেকে গুলি চালাচালি শুরু হয়। বিশেষ বাহিনী জঙ্গলে মাওবাদী রোধে অপারেশন শুরু করলে ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে থাকে। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ’র জওয়ানদের নিয়ে তৈরি যৌথ বাহিনী পাল।।।।টা গুলি চালায়। ৯ জনের দেহ পাওয়া গিয়েছে। মাওবাদী বাহিনীর ইউনিফর্ম ছিল বলে দাবি করেছেন সুন্দররাজ।
ছত্তিশগড়ে বিজেপি সরকারের দাবি অনুযায়ী চলতি বছরে সুরক্ষা বাহিনীর গুলিতে ১৫৪ জন সশস্ত্র মাওবাদী নিহত হয়েছে গুলিতে।
তবে বস্তার ডিভিশনে একাধিক গুলিবিনিময়ে পুলিশ এবং সুরক্ষা বাহিনীর দাবি ঘিরে প্রতিবাদ জানাতেও দেখা গিয়েছে বিভিন্ন অংশকে। মাওবাদী নিকেশের নামে বনাঞ্চলের বাসিন্দা গ্রামবাসীদের হত্যার অভিযোগও তুলেছে বিভিন্ন সংগঠন।