পাথারকান্দির স্থানে স্থানে ছট পূজা পালিত
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : অন্যান্য বছরের ন্যায় এবারও পাথারকান্দির বিভিন্ন স্থানে ছট পুজো অনুষ্ঠিত হয়। শনিবার ছিল খরনা ব্রত পালন। রবিবার পতিহার ষষ্ঠী তিথিতে মুল অনুষ্ঠানটি পালিত হয়। এদিন বিকালে কাতারে কাতারে শ্রদ্ধালুরা ডুবন্ত সূর্য্যদেবকে সুসজ্জিত ঘাটে জলের মধ্যে দাঁড়িয়ে সন্ধ্যঅর্ঘ্য নিবেদন করেন। পুজোতে জলের একান্ত প্রয়োজন থাকায় বিভিন্ন আয়োজকরা নিজ নিজ এলাকার বিভিন্ন জলাশয় নদী পুকুর ফিশারি ইত্যাদির ঘাট যথাসাধ্য সাজিয়ে তোলেছেন। এতে বিশেষ করে পাথারকান্দির ইচাবিল, বৈঠাখাল, চাঁন্দখিরা, মেদলি, পুতনি, চাম্পাবাড়ি, পাথারকান্দি, ভূবরিঘাট, তিলভূম, আদমটিলা, সোনাখিরা, হাতিখিরা, সলগই, হরিবাসর, লোয়াইরপোয়া, শিবেরগোল ইত্যাদি স্থানের জনগণের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
আগে ছট পুজোটি বিশেষ করে হিন্দি ভাষাভাষি জনগণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা কালক্রমে অন্যান্য সনাতনী লোকদের মধ্যেও প্রসিদ্ধ হয়ে উঠে। শাস্ত্রে ছট পূজা নিয়ে নানা মিথ প্রচলিত থাকলেও মুলত ছট পুজোতে ছটি মাইয়া সহ সূর্য্যদেব ও সূর্য্যদের দুই স্ত্রী যথাক্রমে ঊষা ও প্রত্যুষারও পুজো হয়ে থাকে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।