আনন্দ উল্লাসে পালিত হল ছটপূজা করিমগঞ্জ সহ পাথারকান্দির বিভিন্ন স্থা‌নে

আনন্দ উল্লাসে পালিত হল ছটপূজা করিমগঞ্জ সহ পাথারকান্দির বিভিন্ন স্থা‌নে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : উদিত সূর্য্যদেবতার পূজার্ঘ্য দিয়ে আনন্দ উল্লাসে সম্পন্ন হল ছটপূজা। প্রতি বছ‌রের ন‌্যায় এবারও ছটপূজা উপলক্ষে করিমগঞ্জের প্রতিটি চা-বাগান এলাকা সহ পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লকের বিভিন্ন স্থা‌নে উৎসব মুখর প‌রি‌বেশ বিরাজ করেছে। শুক্রবার ভোরে পূজা শেষ হয়।

বৃহস্পতিবার ছটপূজায় পাথারকান্দির লঙ্গাই নদীর তীরে অনুষ্ঠিত পুজোয় উপস্থিতি হয়ে ছট মায়ের প্রার্থনা করতে দেখা যায় হাজার হাজার ভক্তদের। ছটপূজা উপল‌ক্ষে পাথারকা‌ন্দির বিধানসভার বি‌ভিন্ন চা-বাগান এলাকায় সহ বাগান ও বস্তি অঞ্চলেও তার কোন ব্যতিক্রম ঘটেনি। এ দিন বিকেলে পাথাকান্দির লঙ্গাই নদী সহ বাগান এলাকার বিভিন্ন জলাশয় ও ছড়ার ঘা‌টে ভিড় ছিল চো‌খে পড়ার মত। সূর্য‌্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব‌টি বর্তমান সম‌য়ে গোটা দেশের সঙ্গে এতদঅঞ্চ‌লে ব‌্যাপক প্রসার ও বিস্তার লাভ কররে‌ছে।

আনন্দ উল্লাসে পালিত হল ছটপূজা করিমগঞ্জ সহ পাথারকান্দির বিভিন্ন স্থা‌নে

ছটপূজা উপলক্ষে পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল পৃথক পৃথক বার্তায় সবাই‌কে ছট পূজার প্রী‌তি ও শু‌ভেচ্ছা জা‌নি‌য়েছেন। পূজায় কুলো ও ডালা‌তে নৈ‌বিধ‌্য সা‌জি‌য়ে ফলমুল ইত‌্যাদি সুর্য‌্যদে‌বের না‌মে ‌নি‌বেদন করা হয়। এই পূজায় পরম্পরাগত ‘ঠেকুয়া’ প্রস্তুত করে নৈবেদ্য প্রদানেরও নিয়ম র‌য়ে‌ছে। পাথারকান্দির ইছাবিল, শিবেরগুল, লোয়াইরপোয়া, হাতিখিরা, সলগই, বৈঠাখাল, ডেঙ্গারবন্দ, চান্দ‌খিরা, লঙ্গাই, আদম‌টিলা, ভুব‌রিঘাট, চাম্পাবা‌ড়ি, মেদ‌লি, পুত‌নি বাগান এলাকায় সহ বিভিন্ন অঞ্চলে এক সাজ সাজ রব দেখা দেয়।

আনন্দ উল্লাসে পালিত হল ছটপূজা করিমগঞ্জ সহ পাথারকান্দির বিভিন্ন স্থা‌নে

পু‌জো‌য় কোথাও কোন অ‌প্রীতিকর ঘটনা না ঘ‌টে সে ব‌্যাপা‌রে পাথারকা‌ন্দি পু‌লিশ ও বাজা‌রিছড়া পু‌লিশ‌কে তৎপর থাক‌তে দেখা গেছে। এর আগে বুধবার প্রশাসনের কর্মকর্তারা পাথারকান্দির বিভিন্ন নদীর ঘাট পরিদর্শন করে খতিয়ে দেখেন। এবং পুজো চলাকালীন স্থানীয় পুলিশ প্রাশাসন ও সার্কল প্রশাসন তৎপর ছিল। বাজারিছড়া থানা অধীন বিভিন্ন ঘাটে বাজারিছড়া থানার ওসি এনজে নাথ দলবল নিয়ে টহল দিতে দেখা গেছে।

Author

Spread the News