সৌদির মরুতে তুষারপাত, চমকে উঠেন অনেকে
৮ নভেম্বর : তুষারপাত, তাও আবার মরুভূমিতে। মরুভূমিতে অত্যাধিক গরম, তীব্র শৈত্যপ্রবাহের সাক্ষী অনেকেই। মরু অঞ্চলে ভারি বৃষ্টির ঘটনাও ঘটেছে। কিন্তু তুষারপাত! শুধু তুষারপাত বলে থেমে যাওয়া যাচ্ছে না, তীব্র তুষারপাতে একেবারে সাদা হয়ে আছে চরাচর। ঘটনায় চোখ কপালে উঠছে বিষেশজ্ঞদেরও।
সৌদির স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, আল-জউফের মরুভূমি এলাকার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, তুষারপাতে ঢাকা চারপাশ। সৌদি আরবের মরু অঞ্চল গত এক সপ্তাহ ধরে অস্বাভাবিক আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। গত বুধবার, ভারী বর্ষণ এবং বড় শিলাবৃষ্টির কারণে আল-জউফ এলাকার কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সে দেশের উত্তর সীমান্তে রিয়াদ ও মক্কার কিছু এলাকাতেও এমন ঘটনা ঘটেছে।
তুষারপাতের কারণে স্থানীয় অঞ্চলে তীব্র ঠান্ডাও গত কয়েকদিন ধরে। স্থানীয় সংবাদ সংস্থা বলছে, এমন ঘটনা আগে ঘটেনি কখনও। সেখানকার মানুষ অনেকেই সমাজমাধ্যমে ছবি শেয়ার করেছেন তুষারপাতের।
কী বলছেন বিশেষজ্ঞরা? সেখানকার জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, অস্বাভাবিক শিলাবৃষ্টির কারণ হল, আরব সাগর থেকে ওমান পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনে এই এলাকায় আরও বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার কারণে দৃশ্যমানতাও কমতে পারে। ঝড়ের পাশাপাশি ঝড়ো হাওয়ার সম্ভাবনাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।