বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়জয়কারে আতশবাজি পুড়িয়ে সোনাইয়েও আনন্দ উল্লাসে মেতে উঠলেন শাসক দলের নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যা রাতে সোনাই বাজারের পয়েন্টে মিষ্টিমুখ করে ও বিভিন্ন শ্লোগানে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন বিজেপির কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি অশোককুমার গোয়ালা, দলীয় বরিষ্ঠ নেতা ভজন সেন ও রামেশ্বর শর্মা, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানান, বিহারের জনগণ উন্নয়নের স্বার্থে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জোটের পক্ষে মতদান দিয়েছেন। আগামীতে পশ্চিমবঙ্গ এবং অসমেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি শাসনে বসবে।
আনন্দ উল্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দিপুকুমার দাস, রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ, সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাবুর রহমান লস্কর, আজাদ হোসেন লস্কর সহ অন্যান্যরা।


