খসড়ার ত্রুটি খতিয়ে দেখে পরিচ্ছন্ন ও নিখুঁত ভোটার তালিকা প্রকাশ করা হোক
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর, সোমবার,
পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার খসড়া প্রকাশিত হওয়ার পর বরাকের সর্বত্র ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। বিসঙ্গতিপূর্ণ প্রকাশিত খসড়া তালিকায় বরাকের প্রতিটি জিপির ভোটাররা ক্ষোভে ফেটে পড়েছেন। খসড়া তালিকায় দেখা যাচ্ছে অনেকের নাম নেই। আবার এও দেখা যায় অনেকের বুথকেন্দ্র ছয় থেকে সাত কিলোমিটার দূরে পড়েছে। শুধু তা নয়, গ্রুপগুলোও রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। কোন গ্রুপে রয়েছেন মাত্র কুড়ি জন ভোটার। এমন খসড়া তালিকা দেখে মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় বহু ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন। এবছরের ভোটার তালিকায় খসড়ায় দেখা যায় হাজার হাজার ভোটারের নাম নেই। নাম নেই তালিকায় দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক সিদ্দেক আহমদও রয়েছেন।
ভোটারের দাবিকে গুরুত্ব দিয়ে খসড়া তালিকার ত্রুটি খতিয়ে দেখে পরিচ্ছন্ন ও নিখুঁত তালিকা প্রকাশ করা হোক। পাশাপাশি গ্রুপগুলো পুনর্বিবেচনা গঠন করা হোক।