বিজয় হাজারে ট্রফিতে বরাকের তিন ক্রিকেটার

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : বিজয় হাজারে ট্রফি সিনিয়র জাতীয় ওয়ানডে টুর্নামেন্টে শিলচর থেকে তিনজন ক্রিকেটার অসম রাজ্য দলে জায়গা করে নিয়েছেন। তাঁরা হলেন যথাক্রমে পারভেজ মুশারফ, অভিষেক ঠাকুরি এবং রাহুল সিং। আগামী ২১ ডিসেম্বর থেকে জয়পুরে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফির আসামের খেলা। এবার অসম দলের নেতৃত্বে রয়েছেন ব্যাটার শিবশংকর রায়। সহঅধিনায়ক হয়েছেন উইকেটরক্ষক সুমিত গাধীগাওকর। রিয়ান পরাগ এই আসরেও খেলছেন না। অভিষেক ঠাকুরি উইকেট কিপার হলেও ব্যাটার হিসেবে দলে ঢুকেছেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ডাক পেয়েছেন অনুরাগ তালুকদার।

অসম ক্রিকেট সংস্থা ঘোষিত ১৫ জনের দলে এছাড়াও রয়েছেন ঋষভ দাস, স্বরূপম পুরকায়স্থ, ড্যানিশ দাস, মৃন্ময় দত্ত, সাহিল জৈন, মুক্তার হুসেন, আকাশ সেনগুপ্ত, অভিনব চৌধুরী ও দর্শন রাজবংশী।

বিজয় হাজারে ট্রফিতে বরাকের তিন ক্রিকেটার

Author

Spread the News