চাতলা ভ্যালি সমিতির আর্ট অব লিভিং এর পাঁচ দিনের শিবির সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : চাতলা ভ্যালি মহিলা উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা “আর্ট অব লিভিং” ব্যক্তিবিকাশ কেন্দ্রের সৌজন্যে ৫ দিবসীয় নবচেতনা শিবির সম্পন্ন হল। বাঘমারা রাধামাধব আশ্রমে গত ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয়। পাঁচ দিবসীয় শিবির পরিচালনা করেন প্রতিমারানি দাস। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রাণায়াম, ব্যায়াম, ভস্ত্রিকা, ওঁ উচ্চারণ, সৎসঙ্গ, জলতত্ত্ব, নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করার কৌশল, সুস্থ শরীর ও স্বচ্ছতার উপর আলোচনা করা হয়। শিবিরের রোগ মুক্ত  জীবন ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন কৌশল শেখানো হয়।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট অব লিভিং এর প্রশিক্ষক নিলেন্দু দেব, তিনি স্থানীয় উৎপাদন করে নিজেদের উন্নতি সাধন করা, পলিথিন বর্জন করা, সাত্ত্বিক আহার গ্রহণ করে মন ও শরীরকে নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং এর যুবা চারিয়া সুশীল চন্দ্র দাস, সানন্দ চক্রবর্তী প্রমুখ। নবচেতনা শিবিরে মোট ২৫ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News