বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চান্নিঘাট এম ভি স্কুলে সম্প্রদায় উৎসব সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : সমগ্র শিক্ষা অভিযানের অধীনে কাছাড় জেলার নরসিংহপুর শিক্ষা উন্নয়ন খণ্ডের চান্নিঘাট এমভি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সম্প্রদায় উৎসব ২০২২। স্থানীয় সমাজসেবী বিভাষ আচার্যের পৌরহিত্যে সভায় চান্নিঘাট বি মণ্ডল সমল কেন্দ্রের পরিচালনায় মোট নয়টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শুক্রবার সকাল ৮ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার পর অতিথিবৃন্দদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাম্প্রদায়িক উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাম্প্রদায়ের নিত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ধামাইল নৃত্য, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি সহ অন্যান্য নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পীরা। শরীরচর্চা নিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ব্যায়ামের প্রদর্শনী করে। তাছাড়া “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” এর উপর এক অভিনয় করেন ছাত্ররা।

এদিনের অনুষ্ঠানে চারজন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করেন চান্নিঘাট বি মন্ডল সমল কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাগণ। ফুলের তোড়া উত্তরীয় শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। তারা হলেন চান্নিঘাট এম ভি স্কুলের প্রাক্তন শিক্ষক হবিবুল্লাহ চৌধুরী ও সুকোমল সিনহা, ১২৯২ নম্বর দক্ষিণ চান্নিঘাট এলপি স্কুলের প্রাক্তন শিক্ষক আছাব উদ্দিন বড়ভূইয়া, চান্নিঘাট বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা স্নেহলতা রায়।

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চান্নিঘাট এম ভি স্কুলে সম্প্রদায় উৎসব সম্পন্ন

সম্প্রদায় উৎসব শেষে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সমাজসেবী বিভাষ আচার্য। তিনি সম্প্রদায় উৎসবে অংশগ্রহণ করা প্রতিযোগিদের কর্মক্ষমতার প্রশংসা করেন। গ্রামাঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ পায়। আয়োজক শিক্ষক মণ্ডলীদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চান্নিঘাট এম ভি স্কুলে সম্প্রদায় উৎসব সম্পন্ন

সম্প্রদায় উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা পরিচালনা করেন চান্নিঘাট বি মণ্ডল সমল কেন্দ্রের সমন্বয়ক সিদ্দিক আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন রঞ্জন বিহারী রায় লস্কর, মৃদুল দাস, জলাল উদ্দিন লস্কর সহ চান্নিঘাট বি মণ্ডল সমল কেন্দ্রের নয়টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। তাছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী প্রীতি ভূষণ রায়, গ্রুপ সদস্য শিলা রায়, বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যবৃন্দ, অবিভাবক সহ ছাত্র-ছাত্রীরা।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চান্নিঘাট এম ভি স্কুলে সম্প্রদায় উৎসব সম্পন্ন

Author

Spread the News