করিমগঞ্জে শিক্ষকদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট প্রদানের স্থান পরিবর্তন

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে এক পত্রযোগে করিমগঞ্জ জেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করার স্থান পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন। প্রতিকূল আবহাওয়া ও কিছু টেকনিকেল সমস্যার কারণে মেডিক্যাল ক্যাম্পের স্থান পরিবর্তন করা হয়েছে। এতে জানানো হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১০-৩০ পর এসওপি অনুসারে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করতে মেডিকেল ক্যাম্পটি জিএনএম ট্রেনিং স্কুলের পরিবর্তে করিমগঞ্জ সিভিল হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার (এমসিএইচ) বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে।

এতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এসওপি অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সহ জিএনএম ট্রেনিং স্কুলের পরিবর্তে করিমগঞ্জ সিভিল হাসপাতালের মাদার এন্ড চাইল্ড কেয়ার (এমসিএইচ) বিল্ডিংয়ে স্থিত মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হতে হবে। ওই মেডিকেল বোর্ড প্রতিদিন ১০০ জন প্রার্থীকে  মেডিকেল পরীক্ষা করার পর টেস্ট রিপোর্টের প্রাচুর্যতা অনুসারে ওই দিনই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করবে।

করিমগঞ্জে শিক্ষকদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট প্রদানের স্থান পরিবর্তন
করিমগঞ্জে শিক্ষকদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট প্রদানের স্থান পরিবর্তন

Author

Spread the News