কুশিয়ারার বিসর্জন ঘাটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারী কমলাক্ষের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার মাঠে নামলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। একই সঙ্গে বাংলাদেশে পুলিশের হাতে আটক ইসকনের ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিশর্ত মুক্তির দাবি তুললেন তিনি। শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারী দিয়ে বিধায়ক কমলাক্ষ সনাতন ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান। মঙ্গলবার কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে দাঁড়িয়ে বিধায়কের সমর্থকরা এদিন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধীক শ্লোগানও তুললেন।
পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে ইনকনের মহারাজকে মুক্তির দাবি তুলে বাংলাদেশে সংগঠিত হিন্দুদের উপর নির্যাতনের বিভিন্ন দিক উল্লেখ করেন বিধায়ক। একই সঙ্গে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্ৰমণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক।