কিশোর-কিশোরীদের বর্তমান যুগোপযোগী উন্নত আদৰ্শ গ্ৰহণের আহ্বান চন্দ্রলেখার
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : কিশোর কিশোরীদের উন্নত দেশপ্ৰেমিক মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানালেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন অধ্যাপক চন্দ্রলেখা দাস। মঙ্গলবার তিনদিনব্যাপী কিশোর কিশোরী সংগঠন কমসোমলের রাজ্য ভিত্তিক শিক্ষা-সাংস্কৃতিক শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে এই আহ্বান রাখেন তিনি। তেজপুরের কেপিএম স্কুলে অনুষ্ঠিত রাজ্য ভিত্তিক শিক্ষা-সাংস্কৃতিক শিবিরের সমাপ্তি উপলক্ষে এ দিন সকাল এগারোটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক চন্দ্রলেখা দাস। আলোচনায় তিনি মানব সমাজের বিবৰ্তনের বিজ্ঞান সন্মত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, সভ্যতার ইতিহাস বলছে বিভিন্ন সময়ে যে সব মনীষী ইতিহাসে স্থান দখল করেছিলেন তারা অল্প বয়সেই একটি সুনিৰ্দিষ্ট উন্নত আদৰ্শ জীবনে গ্ৰহণ করেছিলেন। তিনি কিশোর কিশোরীদের জীবন গড়ে তুলতে বর্তমান যুগোপযোগী উন্নত আদৰ্শ গ্ৰহণের আহ্বান জানান।
বিকেলে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা দু’শতাধিক কিশোর কিশোরী নবজাগরণ আন্দোলনের মনীষী লক্ষ্মীনাথ বেজবরুয়া, পদ্মনাথ গোহাঁই বরুয়া, রবীন্দ্ৰনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর, শরৎচন্দ্ৰ চট্টোপাধ্যায়, হেমচন্দ্ৰ গোস্বামী, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্ৰ বসু ও শহিদ কনকলতা বরুয়ার প্ৰতিকৃতি নিয়ে তেজপুর শহরে এক বৰ্ণাঢ্য শোভাযাত্ৰা বের করে জ্যোতি ভারতীতে উপস্থিত হয়ে জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালার প্ৰতিমূৰ্তিতে মাল্যদান করে শ্ৰদ্ধা জানায়। উল্লেখ্য, ২৮ জুলাই থেকে তিনদিনব্যাপী শিবিরটি শুরু হয়।