চন্দ্রগিরি ক্লাবের চক্ষু পরীক্ষা শিবির ও সম্মাননা অনুষ্টান সৈদপুরে
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সৈদপুর জিপির বরিষ্ট নাগরিক জোনাব নিজাম উদ্দিন লস্করের পৌরোহিত্যে চন্দ্রগিরি ক্লাব,সোনাই ও চৌধুরী চক্ষু হাসপাতাল ও রিসার্স সেন্টারের ব্যবস্থাপনায় এবং মাতৃশক্তি সিএলএফ এর সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির, ছানি শনাক্তকরণ ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয় সৈদপুর জিপির কালাশাঁ বাবার মোকামের কমিউনিটি হলে। ঐ দিনের অনুষ্ঠানে জিপির ৭ জনকে সম্মান প্রদান করা হয় যারা নানাভাবে সমাজকে এগোতে সহযোগিতা করছেন। সম্মানপ্রাপ্তরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল উদ্দিন মজুমদার, সমাজকর্মী আক্তার হোসেন বড়ভূইয়া, উচ্চশিক্ষিত যুবক আনজুম হোসেন লস্কর, সমাজকর্মী ফসমা বেগম লস্কর, লিলিমা আক্তার বড়ভূইয়া, জাহানারা মজুমদার ও মুর্শেদা বেগম মজুমদার।
এ দিনের অনুষ্ঠানে ১৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা হয় এবং ৩০ জন রোগীর ছানি ধরা পড়ে। তাদেরকে বিনামূল্যে অপারেশন করে দেবেন চৌধুরী চক্ষু হাসপাতাল ও রিসার্স সেন্টার। রোগী দেখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা, তাদের মধ্যে রয়েছেন ডাঃ আরিফ মনসুর,ডাঃ ভবতোষ দেববর্মা, ডাঃ আশিষ দেবনাথ সহ অন্যান্যরা। এ দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিত্য সংগঠক ও সাহিত্যিক দেবরাজ দাসগুপ্ত চন্দ্রগিরি ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের ক্রম উন্নতি কামনা করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আছাব উদ্দিন বড়ভূইয়া, দেবজ্যোতি দাস, আক্তার হোসেন বড়ভূইয়া, আঞ্জুম হোসেন বড়ভূইয়া। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কণিকা দে, আবিদা আক্তার বড়ভূইয়া, সুমিতা দাস, বিশাল লস্কর, ইউসুফ লস্কর প্রমুখ। এ দিনের গোটা অনুষ্ঠান পরিচালনা করেন চন্দ্রগিরি ক্লাবের মুখ্য উপদেষ্টা ড. আব্দুল মতিন লস্কর।