চন্দ্রবাবুর জামিন মঞ্জুর হাইকোর্টের

২০ নভেম্বর : স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতিকাণ্ডে ধৃত চন্দ্রবাবু নাইডুর স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। বর্তমানে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে চিকিৎসাধীন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গত ৩১ অক্টোবর স্বাস্থ্য সংক্রান্ত কারণে চন্দ্রবাবুর চার সপ্তাহের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। হায়দরাবাদের একটি হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরে বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন তেলুগু দেশম পার্টির প্রধান। ৩১ অক্টোবর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৫টার মধ্যে রাজামহেন্দ্রভারম কেন্দ্রীয় কারাগারে রিপোর্ট করতে হবে চন্দ্রবাবুকে। কিন্তু স্থায়ী জামিন মেলায় বিচারের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার প্রয়োজন হবে না।

Author

Spread the News