পূর্ব কানিশাইলে নৈশ ফুটবলে চ্যাম্পিয়ান সেটেলমেন্ট ক্লাব

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : করিমগঞ্জের শহরতলি পূর্ব কানিশাইল রৌজ ক্লাবের উদ্যোগে নৈশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হল সেটেলমেন্ট ক্লাব। তিনদিনব্যাপী ফুটবল আসরে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। নৈশ ফুটবল টুর্নামেন্টে খেলা উপভোগ করতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। টুর্নামেন্টে করিমগঞ্জ জেলার মোট ৪৬টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় সেটেলমেন্ট ক্লাব এবং বাখরশাল একলাবাড়ির এনজেড ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে দু’টি গোল দিয়ে বিজয়ী হয় সেটেলমেন্ট ক্লাব।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সদর সার্কলের আমিন রাজীব দাস, সাংবাদিক আজহার উদ্দিন, জেলা কংগ্রেসের অন্যতম সদস্য সেলিম উদ্দিন, প্রাক্তন ছাত্রনেতা জুনেদ আহমদ, বদরপুর ব্লক কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমদ পান্নার প্রতিনিধি আবুল হুসেন, আব্দুল হালিম তাপাদার, এজেপি নেতা বদরুল হক, প্রাক্তন ছাত্রনেতা এ জেড এম ইকবাল খান, সমাজসেবী হুসেন আহমদ, ময়নুল হক্ব, ইমরান হুসেন প্রমুখ।

পূর্ব কানিশাইলে নৈশ ফুটবলে চ্যাম্পিয়ান সেটেলমেন্ট ক্লাব

বিজয়ী সেটেলমেন্ট ক্লাবের হাতে নগদ দশহাজার টাকা সহ ট্রফি এবং রানার্স এন জেড ক্লাবের হাতে নগদ পাঁচ হাজার টাকা ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। এছাড়াও সেরা খেলোয়ার হিসাবে পুরস্কার লাভ করেন সুমন উদ্দিন, ভালো গোলরক্ষক হিসেবে নাসির উদ্দিন, ভালো গোলকারী হিসাবে ফাহিম উদ্দিন পুরস্কার লাভ করেন। এই সমস্ত আয়োজনের মূলে ছিলেন পূর্ব কানিশাইলের উদীয়মান যুবক জাসমান উদ্দিন, লোকমান হুসেন। তাদের সহযোগিতায় ছিলেন ফকরুল ইসলাম, সালেহ আহমদ, সুজন আহমদ, সাকিল আহমদ, আবুল বশর জাকারিয়া, আবুল হুসেন, নাজিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, নৈশ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এবং রবিবার ফাইনাল খেলার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।

পূর্ব কানিশাইলে নৈশ ফুটবলে চ্যাম্পিয়ান সেটেলমেন্ট ক্লাব
পূর্ব কানিশাইলে নৈশ ফুটবলে চ্যাম্পিয়ান সেটেলমেন্ট ক্লাব

Author

Spread the News