গভীর খাদে বাহন, মৃত্যু বাবা ও ছেলের, আহত মহিলা
বরাক তরঙ্গ, ২৭ মে : নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে বাবা ও ছেলের মৃত্যু ঘটল। মঙ্গলবার মিজোরামের আইজল জেলায় ভোর তিনটা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। গাড়িটি সাকাওয়ার্দাই এবং জোহমুন গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিনজন যাত্রী থাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান, অপর একজনকে সাকাওয়ার্দাইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গাড়িতে স্বামী স্ত্রী ও তাঁদের সন্তান ছিল।
মৃতরা হলেন সুয়ানজাবিয়াক এবং তার সাত বছরের পুত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, উভয়েই মণিপুরের লামকা এলাকার মাতার বাসিন্দা।

সুয়ানজাবিয়াক বর্তমানে মওচর RMSA উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। আহত মহিলাকে সাকাওয়ার্দাইয়ের CHC-তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
ছবি মিজোরাম নিউজ থেকে নেওয়া।
