প্রেস ক্লাবের আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কলেজিয়েট

বরাক তরঙ্গ, ৫ জুন : শিলচর প্রেস ক্লাব আয়োজিত আন্তঃবিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ২৬৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল শিলচর কলেজিয়েট স্কুল। রানার্স আপ হয়েছে ৯৫ পয়েন্ট নিয়ে ডনবস্কো শিলচর। এদিকে ওপেন ক্যাটাগরিতে প্রত্যাশা মতই শিরোপা লাভ করেছেন অভ্রজ্যোতি নাথ (৭/৭)। দ্বিতীয় স্থান পেয়েছেন শিলচর মহযি বিদ্যামন্দিরের শুভ্রদীপ রায় (৬/৭)। তৃতীয় হয়েছেন ডনবস্কো স্কুলের স্নেহাল রায় (৫/৭) । চতুর্থ স্থান লাভ করেছেন শিলচর কলেজিয়েট স্কুলের সমার্থিক চক্রবর্তী (৫.৫/৭)। পঞ্চম স্থান পেয়েছেন ভিকেভি শিলচরের তেজস চক্রবর্তী (৫.৫/৭)। ষষ্ঠ হয়েছেন শিলচর কলেজিয়েটের কৌস্তর রায় (৫.৫/৭)। সপ্তম হয়েছেন একই স্কুলের মৃণ্ময়ী ধর (৫/৭)। অষ্টম হয়েছেন শিলচর রামানুজ বিদ্যামন্দিরের ইমন নাগ (৫/৭)। নরম হয়েছেন। শিলচর কলেজিয়েট স্কুলের অনির্বান দাস (৫/৭ ) এবং দশম হয়েছে শিলচর ডেফোডিলস স্কুলের জাইতিক চক্রবর্তী (৫/9) |

গতকাল শিলচর প্রেস ক্লাব আয়োজিত দাবা প্রতিযোগিতা শুরু হয় মালুগ্রামের পঞ্চানন শিববাড়ির শ্যামাপ্রসাদ ভবনে। অনূর্ধ্ব ৮ ছেলেদের বিভাগের হলিক্রসের আদিদেব দত্ত প্রথম স্থান পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন শিলচর কলেজিয়েটের রণবীর দেব। ওই বিভাগের তৃতীয় স্থান লাভ করেছে সেক্রেড হার্ট স্কুলের আদম্ভিকা দাস। অনূর্ধ্ব ১১ বিভাগে প্রথম স্থান লাভ করেছেন শিলচর কলেজিয়েটের আদশ দেবনাথ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন একই স্কুলের যথাক্রমে ভাগব দেবনাথ ও মানোদীপ ধর। অনুর্ধ্ব ১৪ ছেলেদের বিভাগে প্রথম হয়েছেন শিলচর টেগর স্কুলের অনির্বান দাস। দ্বিতীয় হয়েছেন শিলচর ডনবস্কো স্কুলের আদাবান এস.এস। তৃতীয় হয়েছেন শিলচর কলেজিয়েটের অভিজিৎ বড়ভূইয়া। মেয়েদের ১৪ বিভাগের প্রথম স্থান লাভ করেছেন শিলচর সরলা বিরলা স্কুলের আভা সিং। দ্বিতীয় হয়েছে। টেগর স্কুলের রূপালী নাথ। অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে প্রথম হয়েছেন শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের অর্থদীপ রায়। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগে প্রথম স্থান লাভ করেছেন। শিলচর কলেজিয়েট স্কুলের প্রাচি রক্ষিত।

এদিকে বেস্ট টেলেন্টেড ইয়ং প্লেয়ারের পুরস্কার পেয়েছে করিমগঞ্জের আল-ইকরা ন্যাশনাল অ্যাকাডেমির ছায়েদ ইব্রাহিম। বেস্ট একটিভ গেম টিচারের পুরস্কার পাচ্ছেন দিল্লি পাবলিক স্কুল শিলচরের বিধুর সিনহা। প্রতিযোগিতাটি সুন্দরভাবে পরিচালনা করেছেন প্রবীণ আরবিটার সরোজিৎ নাথ। তাকে টেকনিকাল সাপোর্ট করেছেন কাছাড় জেলা দাবা সংস্থার সহ সভাপতি প্রবীণ দাবাড় মনোজ কুমার দাস। পুরো প্রতিযোগিতাটি সংযোজক হিসেবে পরিচালনার দায়িত্বে ছিলেন শিলচর প্রেস ক্লাবের সহ-সভাপতি মনোতোষ ধর। রবিবার প্রতিযোগিতায় উপস্থিত থেকে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে ও কোষাধ্যক্ষ চিন্ময় নাথ সবকিছু পর্যবেক্ষণ করেছেন। আগামী কিছুদিনের মধ্যে পুরস্কার প্রদানের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।

Author

Spread the News